ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা, বিস্ফোরণ-গুলি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা, বিস্ফোরণ-গুলি মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি ইউনিভার্সিটি (সামরিক বিশ্ববিদ্যালয়) হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে দফায় দফায় বিকট বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।

সোমবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টার দিকে কারগা এলাকার মার্শাল ফাহিম জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে এই হামলা হয়। মাত্র একদিন আগেই কাবুলে অ্যাম্বুলেন্সভর্তি বিস্ফোরক হামলায় শতাধিক মানুষ নিহত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোর থেকে দফায় দফায় বিস্ফোরণ ও গুলির শব্দে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। সকাল পর্যন্ত ওই এলাকার সবগুলো সড়কে যান ও জন চলাচল বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

এখন পর্যন্ত এই হামলায় কারও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তাছাড়া কারা এই হামলা চালিয়েছে তা-ও জানা যায়নি। তবে শনিবার (২৭ জানুয়ারি) কাবুলে চালানো ওই হামলার দায় স্বীকার করে তালেবান গোষ্ঠী। এ ধরনের হামলা সাধারণত তালেবান বা ইসলামিক স্টেটই (আইএস) চালিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।