ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত: নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত: নওয়াজ পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, প্রতিবারই এখানে গণতন্ত্র চেষ্টা করেছে পাকাপোক্ত হতে কিন্তু বরাবরই তাকে পিষ্ট করা হয়েছে। তাই স্বাধীনতার ৭০ বছর পার হয়ে গেলেও এখনও সুষ্ঠু গণতন্ত্র নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন আছে। এখানে গণতন্ত্রের ভবিষ্যত অনিশ্চিত। 

করাচিতে আয়োজিত এক সেমিনারে শুক্রবার (০২ ফেব্রুয়ারি) তিনি একথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

তিনবারের নির্বাচিত এই প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাস গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। যতবারই গণতন্ত্র নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছিল, ততবারই তাকে নিঃশেষ করে দেওয়া হয়েছে।  

১৯৫৩ সালে খাজা নাজিম উদ্দিনকে জোর করে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে মোহাম্মদ আলী বগুড়াকে প্রধানমন্ত্রীর পদে বসানোর কথা স্মরণ করিয়ে দিয়ে পদত্যাগী এই প্রধানমন্ত্রী বলেন, তখন থেকেই এ দেশে প্রধানমন্ত্রীদের খেলনা হিসেবে দেখা হয়।  

‘এটা আরও দুর্ভাগ্যজনক যে, গণতন্ত্র আক্রমণের শিকার হলে বিচার বিভাগের কিছু অংশ জনগণ, সংবিধান ও গণতান্ত্রিক শাসনের পাশে না থেকে একনায়কতন্ত্রকে সমর্থন করে। ’ 

১৯৫৬ সালে প্রণীত প্রথম সংবিধান বাতিল ও ১৯৫৮ সালের নির্বাচনে সামরিক আইন জারির প্রসঙ্গও ছিল দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষিত হওয়া নওয়াজের বক্তব্যে।  

তিনি বলেন, সংবিধান বাতিলের বিষয়টি আদালত পর্যন্ত গিয়েছিল। কিন্তু আবারও সেই সামরিক আইন বৈধতা পায়।  

‘১৯৯৯ সালে যখন আমাদের সরকার উৎখাত হয় ও সামরিক আইন জারি করা হয়, তখন একজন বিচারক বলেন, একটি মহান কাজ করা হয়েছে,’ যোগ করেন নওয়াজ।  

পাকিস্তান মুসলিম লীগের (এন) চেয়ারম্যান নওয়াজ বলেন, অতীতে মেয়াদ শেষ না হলেও বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।  

‘দেশের মানুষ জানে আমার সঙ্গে কী করা হয়েছিল, কী ঘটেছে বেলুচিস্তানে, কিভাবে অপসারণ করা হয়েছে প্রধানমন্ত্রীকে। ’

গতবছর পানামা পেপারস কেলেঙ্কারিতে দুর্নীতিতে জড়িত থাকার খবর ফাঁস হলে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৮
এমএসএ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।