ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুনেতে পিটুনিতে ফুটপাতবাসী সাবেক ক্যাপ্টেন নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
পুনেতে পিটুনিতে ফুটপাতবাসী সাবেক ক্যাপ্টেন নিহত দুর্বৃত্তদের পিটুনিতে নিহত ফুটপাতবাসী সাবেক ভারতীয় ক্যাপ্টেন রবীন্দ্র বলী। ছবি-সংগৃহীত

ভারতের পুনে শহরের ক্যান্টনমেন্ট এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ফুটপাতবাসী এক সাবেক ক্যাপ্টেনকে পিটিয়ে মেরেছে অজ্ঞাতনামা দুই দুর্বৃত্ত। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, নিহত ব্যক্তির নাম রবীন্দ্র বলী। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি পরিবার পরিজন থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ফুটপাতে তাঁবু খাটিয়ে নি:সঙ্গ জীবনযাপন করতেন।

বৃহস্পতিবার রাতে দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন পাহারাদার পুলিশকে ঘটনার কথা জানালে পুলিশ গিয়ে ক্যাপ্টেন রবীন্দ্র বলীকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে পুলিশ তখনও জানতো না যে ফুটপাতবাসী নিহত ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক ক্যাপ্টেন।

লস্কর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, পাশের একটি বাংলোবাড়ির পাহারাদার দূর থেকে দেখতে পায় দুজন অজ্ঞাতপরিচয় লোক রবীন্দ্র বলীকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। এরপর তারা দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

ওই কর্মকর্তা আরও জানান, পুলিশ রবীন্দ্র বলীর পরিবারের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছে। 'এরপরই আমরা তার আসল পরিচয় (ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হিসেবে তার পরিচয়) জানতে পেরেছি। '  

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত এবং দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।