সংবাদ সংস্থাগুলো জানায়, শহরটির সংশান আইরন ফাউন্ড্রি নামের একটি কারখানায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পরপরই সেখানে কর্মরত ৮ জনের মৃত্যু হয়। অসুস্থ ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী অসুস্থ যে ১০ জনকে হাসপাতালের নেওয়া হয়েছিল তারা সবাই এখন বিপদমুক্ত। কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, তেজী অর্থনীতির দেশ বলে পরিচিত চীনে প্রায়ই খনি ও শিল্প দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যু হয়। চীনে উৎপাদনস্থলগুলোতে শ্রমিক নিরাপত্তার দিকটি বরাবরই অবহেলিত।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএম