ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত পুতিন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
রাশিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধিত পুতিন ভ্লাদিমির পুতিন।ছবি সংগৃহীত

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে নিবন্ধিত করেছে। 

বিশ্বের প্রধান সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, নির্বাচন কমিশন মঙ্গলবার তাদের নিজস্ব সরাসরি সম্প্রচার কর্যক্রমে এই মর্মে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

তাতে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করতে হলে কমপক্ষে ৩০০০ হাজার স্বাক্ষর জোগাড় করতে হয়।

পুতিনের দপ্তর থেকে তার চেয়ে অনেক বেশি সংখ্যক স্বাক্ষর (৬০০০) জোগাড় করে তা নির্বাচন কমিশনে জমা দেয়া হলে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে তার নাম নিবন্ধন করা হয়।  
তবে জোগাড় করা স্বাক্ষরগুলোর মধ্যে ০.৩৯ শতাংশ স্বাক্ষর বাতিল বলে গণ্য হয়।  

নির্বাচন কমিশন স্বাক্ষর সংগ্রহের বাধ্যবাধকতা ছাড়াই প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে এ পর্যন্ত দুজনের নাম নিবন্ধিত করেছে। এরা হচ্ছেন রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী পাভেল গ্রুদিনিন এবং রাশিয়ান লিবারাল ডেমোক্রেটিক প্রার্টির প্রার্থী ভ্লাদিমির ঝিরিনোভ্‌স্কি। পার্লামেন্টারি পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্ব থাকায় এ দুজনকে স্বাক্ষর সংগ্রহ করতে হয়নি।  

রাশিয়ার নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রার্থীদের নিবন্ধনের কাজ শেষ করতে হয়, যাতে ১৮ মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে যথাসময়ে তাদের নাম ওঠে।  

অ্যাপ্রোভাল রেটিংয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য প্রার্থীদের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন। এ কারণে তিনি যে বিপুল ব্যবধানে জয় পাবেন তা একপ্রকার অবধারিত।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।