ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে নিহত ২, আহত ১১৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
তাইওয়ানে ভূমিকম্পে নিহত ২, আহত ১১৪ বিধ্বস্ত ভবন (সংগৃহীত ছবি)

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে দুইজন নিহত ও ১১৪ জন আহত হয়েছেন। ৬.৪ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে দেশটির পূর্ব উপকূলীয় হুয়ালিন শহরের একটি হোটেল ও তিনটি ভবন ধসে পড়ে। তাইওয়ানের ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

মার্কিন ভূতাত্বিক জরিপের তথ্য অনুযায়ী, পূর্ব উপকূলের ২০ কিলোমিটার দূরে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সাংবাদিকরা জানান, মার্শাল নামক হোটেলের ভেতরে তিনজন আটকা পড়েছেন।

উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

এছাড়া একটি মিলিটারি হাসপাতালসহ চারটি ভবন হেলে পড়েছে। তাইওয়ান সরকার জরুরি উদ্ধার কার্যক্রম শুরু করেছে।  

দুই বছর আগে ঠিক একই তারিখে (৬ ফেব্রুয়ারি, ২০১৬) তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় ১১৬ জনের প্রাণহানি ঘটে।

**তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।