ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ফ্লোরিডায় স্কুলের ভেতরে বন্দুকধারীর গুলিতে ২০ ছাত্র আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
ফ্লোরিডায় স্কুলের ভেতরে বন্দুকধারীর গুলিতে ২০ ছাত্র আহত স্কুলের ভেতরে বন্দুকধারী। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে একটি মাধ্যমিক স্কুলের ভেতরে পুলিশের সঙ্গে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ২০ ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ওই বন্দুকধারীকে নিরস্ত্র করার চেষ্টা করছে।

ব্রোওয়ার্ড শেরিফ অফিসের টুইটারে বলা হয়েছে, ওই বন্দুকধারী এখনও সক্রিয়।

তাকে নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্কুল এলাকা থেকে জনসাধারণকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লোরিডার গভর্নর রিক স্কট টুইটারে বলেন, তিনি ঘটনার ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।