ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর মন্ত্রিসভা ছাড়লেন টিডিপির ২ নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৮
মোদীর মন্ত্রিসভা ছাড়লেন টিডিপির ২ নেতা

ঢাকা: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশাম পার্টির (টিডিপি) দুই নেতা। তারা হলেন- দেশটির কেন্দ্রীয় এভিয়েশন মন্ত্রী অশোক গাজাপতি রাজু এবং বিজ্ঞান, প্রযুক্তি ও আর্থ বিজ্ঞান বিষয়ক প্রতিমন্ত্রী ওয়াই এস চৌধুরী।

শুক্রবার (০৯ মার্চ) রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।  
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভারতীয় সংবিধানের ৭৫ ধারার ২ উপধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমান পরিবহন চলাচল সংক্রান্ত মন্ত্রণালয় দেখভাল করবেন।  

অন্ধ্রপ্রদেশে টিডিপি ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে টিডিপি প্রধান ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নির্দেশে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেন ওই দুই মন্ত্রী।  

সম্প্রতি ভারতে ২০১৮-১৯ অর্থবছরে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরই বিজেপি ও টিডিপির মধ্যে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। টিডিপির অভিযোগ, কেন্দ্রীয় সরকার রাজ্যটিকে অবহেলা করছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি।  

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।