ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঋণ মওকুফ দাবি, মুম্বাই অভিমুখে ৩৫ হাজার কৃষকের পদযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ঋণ মওকুফ দাবি, মুম্বাই অভিমুখে ৩৫ হাজার কৃষকের পদযাত্রা ৩০ হাজার কৃষকের পদযাত্রা। ছবি-সংগৃহীত

ভারতের প্রায় ৩৫ হাজার কৃষক তাদেরকে দেয়া সমুদয় ঋণ ও বিদ্যুৎ বিল মওকুফেরর দাবিতে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই অভিমুখে ১৮০ কিলোমিটার দীর্ঘ এক পদযাত্রা শুরু করার পর নগরের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। 

প্রতিদিন হেঁটে তারা গড়ে ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। সোমবার (১২ মার্চ ) তারা মহারাষ্ট্রের বিধানসভা ভবন ঘেরাও করবেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ঋণজর্জরিত কৃষকরা গত ৫ মার্চ নাসিক নামের এলাকা থেকে মুম্বাই অভিমুখে এই দীর্ঘ পদযাত্রা শুরু করেন। এই পদযাত্রার আয়োজন করেছে সর্বভারতীয় কৃষকদের সংগঠন অখিল ভারত কিষাণ সভা (এআইকেএস)।

এআইকেএস দাবি করেছে, সব মিলিয়ে মোট এক লাখ কৃষক এই ঘেরাওয়ে অংশ নেবেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক মহারাষ্ট্র সরকারের একজন সরকারি কর্মকর্তার দাবি, শেষমেষ কৃষকদের এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়াদের সংখ্যা ৬০ হাজারের বেশি হবে না।

কৃষকদের এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি উপলক্ষে মহারাষ্ট্র পুলিশ ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা হাতে নিয়েছে। এরই মধ্যে পুলিশ কৃষকদের পদযাত্রা কোন কোন রাস্তা দিয়ে যাবে, তারও একটি পথনির্দেশ জারি করেছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮

জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।