ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রানজিট যাত্রীদের ভ্রমণ ভিসা দেবে আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
ট্রানজিট যাত্রীদের ভ্রমণ ভিসা দেবে আমিরাত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ দুবাই। ছবি: সংগৃহীত

ঢাকা: পর্যটন শিল্পের বিকাশে ভ্রমণকারীদের জন্য ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ সংযুক্ত আরব আমিরাত। সোমবার (১৬ এপ্রিল) দেশটির মন্ত্রিসভা শিগগির এ সুযোগ চালু করার সিদ্ধান্ত নেয়। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান ট্যুরিস্ট গন্তব্য আমিরাত। বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণকারী যাত্রীদের মধ্যে যারা দুবাইয়ে ট্রানজিট নেন, তারা যাতে আমিরাতও ভ্রমণ করতে পারেন সেজন্য এ উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার।

 

খবরে বলা হয়, দেশটির পর্যটন স্পটের মধ্যে দুবাইয়ের ১৬০ তলা ভবন বুর্জ খলিফা ও বিলাস বহুল হোটেল-মোটেল আকৃষ্ট করছে পর্যটকদের। এর মধ্যে রাজধানী আবুধাবি ছাড়াও আজমান, ফুজিরাহ, শারজাহ, দুবাই, রাস আল-খাইমাহ এবং উম আল কাইওয়াইন।  

খালিজ টাইমস বলছে, ২০১৭ সালে ৭০ শতাংশেরও বেশি যাত্রী ট্রানজিট হিসেবে আমিরাতের বিভিন্ন বিমানবন্দর ব্যবহার করেছেন; যারা বিশ্বের নানা দেশ ভ্রমণ করেন।  

এর আগে গত মাসে ট্রানজিট যাত্রীদের জন্য দুবাই বিমানবন্দরের বাইরেও শহরে ঘোরার অনুমতি দেয় দেশটির কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।