ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাজিবের স্ত্রীকে দুর্নীতি সংস্থার জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জুন ৫, ২০১৮
নাজিবের স্ত্রীকে দুর্নীতি সংস্থার জিজ্ঞাসাবাদ দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে নাজিবের স্ত্রী রোসমাহ মানসুর। ছবি: সংগৃহীত

ঢাকা: এবার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাকের স্ত্রীকে  জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। 

মঙ্গলবার (০৫ জুন) নাজিবের স্ত্রী রোসমাহ মানসুরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানায়, দেশটির উন্নয়নে গঠিত ওয়ানএমডিবি কেলেঙ্কারির ঘটনায় নাজিবের ভূমিকায় নিয়ে গতমাসে তার বাসায় তল্লাশি চালায় পুলিশ।

 

তদন্তের অংশ হিসেবে নাজিব ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা দু’টি বিলাসবহুল বাসভবনে অভিযান চালিয়ে নগদ অর্থ ও দামি অলংকার জব্দ করা হয়। এরপর থেকেই রোসমাহর জীবন-যাপন নিয়েও আলোচনা হয়।  

মঙ্গলবারও বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত রোসমাহ কয়েকটি গাড়ির বহরে নিয়ে দুর্নীতি দমন সংস্থার কার্যালয়ে পৌঁছান।

মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) গোয়েন্দা পরিচালক আব্দুল রাজাক ইদ্রিস বলেন, ব্যাপক দুর্নীতির অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।