ওয়াশিংটন: সোমালিয়ার একজন নাগরিক যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে সশস্ত্র হামলার দায় স্বীকার করেছেন। এ জন্য তার ৩০ বছরের কারাদণ্ড হতে পারে।
জামা ইদলে ইব্রাহিম নামের ওই সোমালীয়কে ভার্জিনিয়ার একটি আদালতে হাজির করা হয়েছিলো। গত ১০ এপ্রিল অ্যাডেন উপসাগরে তিনি ও তার পাঁচ জন সঙ্গী মার্কিন রণতরী ইউএসএস অ্যাশল্যান্ডে হামলা চালায়। তারা ওই রণতরীকে বাণিজ্য জাহাজ ভেবে ভুলক্রমে হামলা করেছিলো। এর কিছুণ পরই তাদের আটক করা হয়।
আগামী ২৯ নভেম্বর তার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। ইব্রাহিমের বিরুদ্ধে জাহাজ লুট, সহিংসতার সঙ্গে জড়িত ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এর আগে ইব্রাহিমের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছিলো।
এছাড়া বাকি পাঁচ আসামির বিরুদ্ধে আরেকটি আদালতে মামলা চলছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১২০ ঘণ্টা ,আগস্ট ২৮, ২০১০