ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে শিশু অপহণরকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুন ১০, ২০১৮
আসামে শিশু অপহণরকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা

ভারতের আসামে শিশু অপহণরকারী সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। তবে পুলিশ বলছে, এলাকাবাসীর সন্দেহটি ছিল ভুল। এ ঘটনায় ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত দুই ব্যক্তির নাম নিলৎপল দাস এবং অভিজিৎ নাথ। নিলৎপল দাস পেশায় একজন শব্দ প্রকৌশলী এবং অভিজিৎ নাথ ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় আসামের পশ্চিম কার্বি আংলং জেলার দকমকাতে দুইজন ‘ছেলেধরা’ অবস্থান করছে। এতে এলাকাবাসীরা অভিজিৎ ও  নিলৎপালকে সন্দেহ করেন এবং তাদের ওপর আক্রমণ করেন ।

পুলিশ বলছে, ঐ দুই ব্যক্তির লম্বাচুল এবং ব্যক্তিগত গাড়ি থাকায় গ্রামবাসীর সন্দেহ তাদের এপর বর্তায়।  শুক্রবার (৮ জুন) আনুমানিক রাত আটটার দিকে স্থানীয়রা অভিজিৎ ও  নিলৎপালকে গাড়ি থেকে বের করে আনেন এবং তারা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা আক্রমণ চালান।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ‍এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটা নিন্দনীয় যে, কেবল সন্দেহ ও গুজবের ভিত্তিতে দুজন ব্যক্তিকে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশকে এ ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।   

আসাম পুলিশের অতিরিক্ত পরিচালক মুখেশ আগারওয়াল বলেছেন, আমরা তদন্ত শুরু করেছি। দোষীদের খুব দ্রুত গ্রেফতার করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুন ১০, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।