বেইজিং: চীনের পুলিশের গুলিতে অন্তত চারজন তিব্বতীয় নিহত হয়েছেন। শনিবার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের খনি কার্যক্রমের আরও বাড়াতে চাইলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। এর প্রতিবাদে তিব্বতীয়রা বিােভ করলে তাদের ওপর গুলি চালায় পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ১৭ আগস্ট চীনের দণি-পশ্চিমের সিচুয়ান প্রদেশের প্রান্তিক অঞ্চলে। যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি এশিয়ায় এই তথ্য প্রচার করা হয়।
নির্বাসিত একজন তিব্বতীকে উদ্ধত করে ওই রেডিওটি জানায়, গত ১৩ আগস্ট পালইউল কাউন্টির সরকারের সদরদপ্তরে একদল তিব্বতীয় প্রতিবাদ করতে যায়। এ সময় প্রতিবাদকারীদের আটক করা হয়। এরই সূত্র ধরে ১৭ আগস্টের ঘটনা ঘটে। চারজন নিহত ও গুরুতর আহত হয় ৩০ জন।
প্রতিবাদকারীদের অভিযোগ, চীনের ওই স্বর্ণখনিতে অনেক মানুষ নিয়োগ দেওয়া হয়। ভারী মেশিনপত্র ওই এলাকায় আনা হয়। এর ফলে কৃষিজমি ও ঘাসের চারণত্রে তিগ্রস্ত হয়। এরই প্রতিবাদ করে স্থানীয় তিব্বতীয়রা।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০