ওয়াশিংটন: নতুন সংবিধান তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার কেনিয়াকে অভিনন্দন জানিয়েছেন। তবে সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সংবিধান অনুমোদন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তিনি হতাশা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে ওবামা বলেন, ‘সংবিধান অনুমোদন ও সাক্ষরের ঐতিহাসিক মুহূর্তটি দেশটির ভবিষ্যতে দিকে এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এটি কেনিয়ার নেতাদের দেওয়া প্রতিশ্রুতিরই বাস্তবায়ন। এর মাধ্যমে দেশের জনগণকে ভবিষ্যতে একতাবদ্ধ করবে। গণতন্ত্র ও সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে। ’
ওবামা আরও বলেন, ‘এই সংবিধানের মাধ্যমে কেনিয়ার মানুষ আফ্রিকাসহ বিশ্বে ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করেছে। ’
তবে হতাশার সঙ্গে ওবামা বলেন, ‘আমি হতাশ হয়েছি, যুদ্ধাপরাধী সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। ’
আন্তর্জাতিক ফৌজদারি আদালত মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার জন্য বশিরের নামে পরোয়ানা জারি করেন।
২০০৭ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যাপক সহিংসতায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
বাংলাদেশ স্থানীয় সময়:১৩৪০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০