ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভিডিও গেমস আসক্তি মানসিক রোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জুন ১৮, ২০১৮
ভিডিও গেমস আসক্তি মানসিক রোগ ছবি: প্রতীকী

ঢাকা: ভিডিও গেমস আসক্তিকে মানসিক স্বাস্থ্য পর্যায়ে অর্ন্তভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ আসক্তিকে ‘গেমিং ডিসঅর্ডার’ বলে আখ্যায়িত করেছে সংস্থাটি।

সোমবার (১৮ জুন) এক বিবৃতিতে জেনেভা ভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটি বিষয়টি জানায়। সংস্থাটি আন্তর্জাতিক রোগ শ্রেণিকরণের (আইসিডি) ১১তম সংস্করণ প্রকাশ করে।

বিবৃতিতে ভিডিও গেমস আসক্তিকে ‘গেমিং ডিসঅর্ডার’ হিসেবে উল্লেখ করে বলা হয়, ভিডিও গেম খেলে এমন মানুষের মধ্যে ২ থেকে ৩ শতাংশ মানুষ ‘গেমিং ডিসঅর্ডারে’ ভোগেন। এ আসক্তি দৈনন্দিন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। ইতোমধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়াসহ অনেক দেশে ‘গেমিং ডিসঅর্ডার’ কে মানসিক স্বাস্থ্য পর্যায়ে চিহ্নিত করেছে।

এর আগে, ১৯৯২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক রোগ শ্রেণিকরণ (আইসিডি) সম্পন্ন হয়েছিল।  

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এএইচ/এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।