ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেরিল্যান্ডে পত্রিকা কার্যালয়ে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
মেরিল্যান্ডে পত্রিকা কার্যালয়ে গুলি, নিহত ৫ মেরিল্যান্ডে পত্রিকা অফিসে গুলিতে নিহত হন ৫জন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকার নিউজরুমে গুলির ঘটনা ঘটেছে। এতে ওই পত্রিকাটির পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলের দিকে রাজধানীর অ্যানি আরুন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে।  

অ্যানি আরুন্ডেল পুলিশ, গোয়েন্দা সংস্থা এফবিআই ও এটিএফও এ হামলার সত্যতা নিশ্চিত করেছে।

 

পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভবনটি ঘেরাও করে রাখা হয়েছে।  

কর্মকর্তারা বলছেন, ভবনটির ভেতরে তল্লাশি চালানো হচ্ছে। জড়িত সন্দেহে একজনকে আটকও করা হয়েছে।  

পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস টুইট করে জানিয়েছেন, বেশ কিছু লোকজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন। এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে, অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।  

এ ঘটনায় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এমএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।