ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অভিবাসন ইস্যুতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
অভিবাসন ইস্যুতে সম্মত ইউরোপীয় ইউনিয়ন নেতারা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাসেলসের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা অভিবাসন ইস্যুতে সম্মত হয়েছেন।

দীর্ঘ ১০ ঘণ্টা আলোচনার পর তারা এ ইস্যুতে একটি চুক্তি করতে রাজি হলেন।

ইউরোপীয়ান কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের নেতারা অভিবাসনসহ অনেক ইস্যুতে সম্মত হয়েছেন।

ইউরোপে অভিবাসী প্রবেশ নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। আর ইউনিয়নভুক্ত দেশগুলোতে ফ্রি ট্রাভেল সুবিধা থাকায় অভিবাসীদের চাপও বাড়ছে।

এর আগে অভিবাসন, বাণিজ্য ও নিরাপত্ত‍া ইস্যুতে কোনো চুক্তির বিষয়ে ইতালি প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল।

বৃহস্পতিবার (২৮ জুন) থেকে দুইদিনের জন্য এ বৈঠক শুরু হয়। বৈঠকে জার্মানি অভিবাসন ইস্যুতে আলোচনার জন্য জোর দেয়। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল অভিবাসন ইস্যুকে ইউনিয়নের ‘তৈরি অথবা ভাঙ্গা’ হিসেবেও উল্লেখ করেন।

এছাড়াও ব্রাসেলসের এ সম্মেলনে নিরাপত্তা, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, ট্রান্স-আটলান্টিক বাণিজ্য, রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ২০২১ সাল থেকে ইউনিয়নের পরবর্তী বাজেট প্রভৃতি ইস্যু নিয়ে আলোচনা করবে দেশগুলো।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।