ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সান ফার্মিন উৎসবে ‘বুল ফাইট’ বন্ধের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
সান ফার্মিন উৎসবে ‘বুল ফাইট’ বন্ধের দাবি স্পেনে ‘বুল ফাইট’ বন্ধের দাবিতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

স্পেনের উত্তরাঞ্চলীয় সান ফার্মিন উৎসবে ‘বুল ফাইট’ বন্ধের দাবি জানিয়েছেন দেশটির অ্যানিমেল রাইটস অ্যাক্টিভিস্টরা। দেশটির প্যামপ্লোনা শহরে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এ দাবি জানান। 

বৃহস্পতিবার (০৫ জুলাই) প্যামপ্লোনার প্রতিবাদ সভায় বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে উপস্থিত হন প্রতিবাদকারীরা।  

প্যামপ্লোনা সিটি হলের সামনে দাড়িয়ে প্রতিবাদকারীরা ‘স্টপ বুল ফাইটস’ ফেস্টুন তুলে ধরেন।

আর ‘রক্তহীন উৎসব’ বলে স্লোগানও ধরেন তারা।  

প্রাণী সংরক্ষণে কাজ করা সংস্থা অ্যানিমা ন্যাচারালিসের পরিচালক আইদা গ্যাসকন বলেন, ‘বুল ফাইট’ ‍পশুদের জন্য এক ধরনের নির্যাতন। আমরা এটি বন্ধের দাবি জানাচ্ছি। আমরা চাই বিষয়টি সবাই জানুক। ’ 

শুক্রবার (০৬ জুলাই) থেকে স্পেনের এ উৎসব শুরু হবে। অন্যান্যবারের মতো এবারও সপ্তাহব্যাপী এই উৎসবের বিরুদ্ধে প্রতিবাদ জানান প্রতিবাদকারীরা।  

সান ফার্মিন স্পেনের উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী উৎসব। এ উৎসবের শুরু হয় ষাড় দৌঁড়ের মাধ্যমে। সারাবিশ্ব থেকে অসংখ্য পর্যটক এ উৎসব দেখতে যান। এরপর সন্ধ্যায় শুরু হয় ‘বুল ফাইট’।   

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।