ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেই ফুটবলারদের ধন্যবাদ বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
সেই ফুটবলারদের ধন্যবাদ বার্তা ভিডিও বার্তায় সে সুস্থ আছে বলে দেখাচ্ছে। ছবি: সংগৃহীত

ঢাকা: থাই গুহা থেকে উদ্ধার হওয়া সেই ১২ খুদে ফুটবলার ভালো আছে বলে প্রথম ভিডিও বার্তায় তারা কথা বলেছে। সেইসঙ্গে থাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ পাওয়া ওই ভিডিওতে তাদের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে ‘বেঁচে ফেরায়’ সবাইকে ধন্যবাদও জানান তারা।

ভিডিও বার্তায় আব্দুল নামে এক কিশোর বলে, ‘হ্যালো, আমি আব্দুল। আমি এখন ভালো আছি।

আপনারা আমাদের জন্য চিন্তু করবেন না। আমরা নিরাপদে আছি। ’ এরপর একে একে সবাই প্রায় একই বার্তা দেয় ভিডিওটিতে।

আরেকজনের নাম তিতান। সবার সঙ্গে সেও বলে, আমি থাই নৌবাহিনীকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের রক্ষা করার জন্য।

এর আগে গত ২৩ জুন বার্ষিক ভ্রমণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় গিয়ে হারিয়ে যায় ১১-১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও ২৫ বছর বয়সী তাদের কোচ। পরে ২ জুলাই উত্তরাঞ্চলের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় তাদের সন্ধান পায় ব্রিটিশ ও থাই ডুবুরি দল। এরপর রোববার (০৮ জুলাই) থেকে মঙ্গলবার (১০ জুলাই) তিন দিনের শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের উদ্ধার করা হয়। এরপর থেকে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।