ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ভবন ধসে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
উত্তর প্রদেশে ভবন ধসে ৪ জন নিহত ধসে পড়া ভবনটি। ছবি: বাংলানিউজ

ভারতের উত্তর প্রদেশে দিল্লির অদূরে অবস্থিত বৃহত্তর নয়দা শহরে একটি ছয়তলা ভবন ধসে আরেকটি ভবনের ওপর পড়লে চারজন প্রাণ হারিয়েছেন। শিশুসহ ১২ জনেরও বেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ভবন মালিকসহ তিনজনকে গ্রেফতার করেছে।

 

ধসে পড়া ভবনের পাশে চারতলা একটি ভবনের বাসিন্দা মিন্টু দিক্কা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, আমরা রাতের খাবার খাচ্ছিলাম। এ সময় বিকট শব্দ শুনতে পাই। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। কিন্তু পরে বাইরে বের হয়ে দেখি ভবনটির ওপরের তলা ধসে পড়েছে। প্রচুর ধুলা উড়ছে।  

ভারতের দুর্যোগ ব্যবস্থাপনাবাহিনীর প্রায় ৪০০ সদস্য ওই স্থানে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।  

দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা জানান, ভবনে কেউ আটকে আছে কিনা জানতে অনুসন্ধান চলছে।  

দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান পিকে শ্রী ভাসতাভা বলেন, আমরা খুব সাবধানতার সঙ্গে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।