ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সাইপ্রাসের উত্তরাঞ্চলে নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
সাইপ্রাসের উত্তরাঞ্চলে নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি সাইপ্রাসের উত্তরাঞ্চলে নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি। ছবি: সংগৃহীত

সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ২৫ জন অভিবাসী। 

বুধবার (১৮ জুলাই) তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।  

তারা জানান, নৌকাটিতে প্রায় ১৫০ জন অভিবাসী ছিল।

সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। তুর্কি হেলিকপ্টার ও নৌকার সাহায্যে ১০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।  

তারা আরও জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হেলিকপ্টারে করে উত্তর সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছে।  তবে উদ্ধার হওয়া অন্য অভিবাসীদের সম্পর্কে কোস্টগার্ড কিছু জানায়নি।  

বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ আনতালইয়ার ২৫ নটিক্যাল মাইল দূরে অভিবাসী নৌকাটি অবস্থান করছিল।  

কোস্টগার্ডের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসে তুরস্ক দিয়ে ইউরোপে প্রবেশ করতে গিয়ে কমপক্ষে ২৬ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।