ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেনে ভয়াবহ দাবানল, ইইউ’র কাছে সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
সুইডেনে ভয়াবহ দাবানল, ইইউ’র কাছে সাহায্যের আবেদন সুইডেনের বনে দাবানল ছড়িয়ে পড়েছে (সংগৃহীত ছবি)

সুইডেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদন জানিয়েছে। 

প্রচণ্ড তাপদাহের সময় আর্কটিক সার্কেলের কিছু অংশসহ নরডিক অঞ্চলের বহু বন আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য স্টকহোম তার প্রতিবেশী এলাকার সাহায্য চেয়েছে।

 

ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে।  

দেশটির বেসামরিক সংস্থা এমএসবি জানিয়েছে, অগ্নিনির্বাপণের জন্য দুইটি ইতালিয়ান প্লেন ও নরওয়ে থেকে ছয়টি হেলিকপ্টার সেন্ট্রাল সুইডেনে পাঠানো হয়েছে।  

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ আরও বেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে।

থমাস এন্ডারসন নামে এক উদ্ধারকারী কর্মকর্তা জানিয়েছেন, ১২ বছরের মধ্যে সুইডেনবাসী এমন ভয়াবহ দাবানল দেখেনি।  

ইউরোপীয় কমিশনের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের কারণে দেশটির জনগণ ‘খুবই ঝুঁকি’র মধ্যে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।