ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
কাশ্মীর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ সন্ত্রাসী নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত পুলিশের অভিযান। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এর ঠিক একদিন আগে একই জেলায় একজন পুলিশ কনস্টেবলকে অপহরণের পর হত্যার ঘটনার প্রেক্ষিতে চালানো অভিযানে তারা নিহত হয়। পুলিশ ধারণা করছে, নিহত সন্ত্রাসীদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক।

সন্ত্রাসীদের দ্বারা নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম সেলিম আহমেদ শাহ। তিনি ছুটি কাটাতে নিজ বাড়ি কুলগামে এসেছিলেন।

তাকে যেখান থেকে অপহরণের পর হত্যা করা হয় সেখান থেকে দুই কিলোমিটার দূরে অভিযানটি চালায় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, কেন্দ্রীয় পুলিশ, সেনাবাহিনী ও রাজ্য পুলিশ যৌথভাবে ওই অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

অভিযানে অংশ নেওয়া এক পুলিশ অফিসার সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা গুলিবর্ষণ শুরু করে, ফলে অভিযানটি এনকাউন্টারে পরিণত হয়।

জানা যায়, বর্তমানে কুলগাম ও অনান্তনাগ অঞ্চলে মোবাইল ইন্টারনেট সার্ভিস বন্ধ আছে।  

মাসখানেক আগে, দক্ষিণ কাশ্মীরে ঈদ উদযাপনের জন্য নিজ বাড়িতে যাওয়ার পথে আওরঙ্গজেব নামের ৪৪ বছর বয়সী এক সেনাসদস্যকে অপহরণের পর হত্যা করে সন্ত্রাসীরা। গত কয়েক বছরে দক্ষিণ কাশ্মীর সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে এবং প্রায়ই পুলিশ সদস্যরা সেখানে আক্রমণের শিকার হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।