ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান হামলার পরিকল্পনা যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, নভেম্বর ৩, ২০১১
ইরান হামলার পরিকল্পনা যুক্তরাজ্যের

লন্ডন: ইরানের পরমাণু কর্মসূচীতে ভীত হয়ে হামলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইরানের ক্রমবর্ধমান পরমাণু শক্তি বৃদ্ধির কারণে উদ্বিগ্ন হয়েই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা যায়।



চলতি মাসের মধ্যেই ইরানের পাশ্বর্বর্তী অঞ্চল থেকে ক্রুস মিসাইলবাহী যুদ্ধজাহাজ সড়িয়ে নেওয়া হতে পারে। পরবর্তী পদক্ষেপ হিসেবে যুক্তরাজ্য নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে ইরানের পরমাণু কেন্দ্র অবরোধে অংশগ্রহন করবে যুক্তরাজ্য।

এদিকে ইরানের ক্রমবর্ধমান পরমাণু শক্তি বৃদ্ধিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসরায়েল। প্রতিক্রিয়ার অংশ হিসেবে বুধবার পরীক্ষামূলক হিসেবে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করে ইসরায়েল।

যুক্তরাজ্যের মন্ত্রীসভায় সতর্ক করে বলা হয়, ইরান সেদেশের কওম শহরের পাহাড়ে পরমাণু কেন্দ্র স্থাপন করেছে। সামরিক পরিকল্পনাকারীরা বলছে, ‘প্রয়োজন হলে বিমান হামলা করা হবে। ’

তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘ইরান আপোশেই তাদের পরমাণূ কার্যক্রম বন্ধ করে দেবে, এটা আমরা এখনও আশা করি। ’

মন্ত্রণালয়ের অন্য এক মুখপাত্র বলেন, ‘আলোচনার মাধ্যমেই আমরা সমাধান আশা করি। কিন্তু আলোচনা এখন আর শুধু টেবিলে থাকছে না। ’

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।