ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত ১  ভূমিকম্পে বিধ্বস্ত এক বিল্ডিং (সংগৃহীত ছবি)

ইরানের কেরমানশাহ প্রদেশে ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫৮ জন। স্থানীয় সময় রোববার (২৬ আগস্ট) এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। 

দেশটির সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, কেরমানশাহের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাজেহাবাদ শহরে একজন নিহত হয়েছেন। ভূমিকম্পের পর ৩ মাত্রার দু’টি আফটারশকও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল কেরমানশাহ শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে।

ইরাকের রাজধানী বাগদাদেও এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত নভেম্বরে কেরমানশাহ প্রদেশের সীমান্তবর্তী গ্রাম ও শহরগুলোতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে অন্তত ৫৩০ জনের প্রাণহানি হয়। সেসময় আহত হয়েছিলেন হাজারও মানুষ।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।