ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় বোমা হামলায় ৬ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
সোমালিয়ায় বোমা হামলায় ৬ জনের প্রাণহানি সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বোমা হামলা

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি অফিসে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেক। সেইসঙ্গে ঘটনাটিতে পাশে থাকা স্কুলেরসহ কয়েকটি ভবন ভেঙে পড়ে।

রোববার (০২ সেপ্টেম্বর) রাজধানীর হউলওয়াদাগ জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়।

খবরে বলা হয়, বিদ্রোহী সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে, ছয় নয়, ১০ জনকে হত্যা করা হয়েছে বলে আল শাবাব বিবৃতিতে উল্লেখ করে বলেছে, ‘বৈঠক চলাকালে আমরা একটি সরকারি অফিসে আত্মঘাতী হামলা চালিয়েছি। ১০ জনকে হত্যা করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ’

আল শাবাবের সামরিক অভিযানের মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব এ হামলার ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দেন।

দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হুসাইন বলেন, এ ঘটনায় হামলাকারী, সৈন্য, বেসামরিকসহ অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অনেক।

খবরে এও বলা হয়, বিস্ফোরণের সময় পাশে থাকা স্কুলটি খোলা ছিল এবং অন্তত ছয় শিশু আহত হয়েছে বলে জানা গেছে।

১৯৯১ সাল থেকে দেশটিতে সহিংসতা ও আইনবহির্ভূত কর্মকাণ্ড বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।