ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রথমবারের মতো বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
প্রথমবারের মতো বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ফাইটার জেট এফ-৩৫

ঢাকা: যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যয়বহুল ফাইটার জেট এফ-৩৫ বিধ্বস্ত হয়েছে। এই মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।

শনিবার (২৯ সেপ্টেম্বর) এফ-৩৫বি নামের ফাইটার জেটটি সাউথ ক্যারোলাইনায় বিধ্বস্ত হয়। তবে পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মার্কিন সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জানায়, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এফ-৩৫ প্রোগ্রাম বিশ্বের সর্ববৃহৎ ও ব্যয়বহুল সামরিক কর্মসূচি।  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এফ-৩৫ যুদ্ধবিমানের সক্ষমতার প্রশংসা করে বলেছিলেন, শত্রুরা একে দেখতে পারবে না। এটি রাডারকেও ফাঁকি দিয়ে অদৃশ্য থাকার সক্ষমতা রাখে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।