ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টুইট বিতর্ক: টেসলার চেয়ারের পদ ছাড়লেন এলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
টুইট বিতর্ক: টেসলার চেয়ারের পদ ছাড়লেন এলন মাস্ক এলন মাস্ক

মার্কিন বহুজাতিক কোম্পানি টেসলাকে শেয়ারবাজার থেকে সরিয়ে ব্যক্তিগত মালিকানায় আনা সংক্রান্ত টুইট বিতর্কে জড়িয়ে অবশেষে চেয়ারম্যানের পদ ছাড়ছেন এলন মাস্ক। পাশাপাশি তাকে ও টেসলাকে গুণতে হচ্ছে বড় আকারের জরিমানাও। 

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত অনুযায়ী টেসলার শীর্ষ পদ ছাড়ছেন তিনি। এ ঘটনায় এসইসি তাকে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করে।

 

মার্কিন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এসইসি’র সঙ্গে চুক্তি অনুযায়ী, এলন মাস্ক চেয়ারম্যানের পদ ছাড়লেও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত থাকবেন। তিন বছরের মধ্যে চেয়ারম্যান পদে যেতে পারবেন না তিনি। এছাড়াও মাস্ক ও বহুজাতিক কোম্পানি টেসলাকে দিতে হবে দুই কোটি মার্কিন ডলার অর্থ জরিমানা।  

চলতি বছরের আগস্টে এক টুইট পোস্ট করেন এলন মাস্ক। এ নিয়েই শুরু হয় বিতর্ক। সেই টুইট বার্তায় তিনি লেখেন, ইলেকট্রনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে তিনি শেয়ারবাজার থেকে সরিয়ে ব্যক্তিগত মালিকানাধীন করবেন।  

তিনি সেই পোস্টে লেখেন, তার এ প্রস্তাব অনুযায়ী তহবিল নিরাপদেও রয়েছে। এরপরেই বেড়ে যায় কোম্পানিটির শেয়ারমূল্য। প্রত্যেক শেয়ারের মূল্য দাঁড়ায় ৪২০ মার্কিন ডলার। কিন্তু পরে আবার কোম্পানিটির শেয়ারের দরপতন হয়।  

এসইসি এ ঘটনাকে উদ্ধৃত করে বলছে, এটি পুরোটাই ভুয়া ও মিথ্যা। এ নিয়ন্ত্রক সংস্থা বলছে, সত্যিকারভাবে ঘটনাটি আলোচনা করেননি মাস্ক। কোনো ধরনের তহবিলের সূত্র ছাড়াই তিনি এসব বলেছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।