ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুষারপাতে উত্তরাখণ্ডে শীতের আগমনী বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
তুষারপাতে উত্তরাখণ্ডে শীতের আগমনী বার্তা ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি উপত্যকায় তুষারপাত

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি উপত্যকায় তুষারপাত হয়েছে। বিষয়টিকে শীতের আগমনী বার্তা হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা।

শনিবার (০৬ অক্টোবর) রাজ্যের আঞ্চলিক আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (০৫ অক্টোবর) দিনের শেষভাগে কেদারনাথসহ আশেপাশের এলাকায় ১৫ মিনিটের বেশি সময় তুষারপাত হয়। এছাড়া কিছু কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে।

যা ওই এলাকার তাপমাত্রা নামিয়ে দিয়েছে।  

তুষারপাতের কারণে সবুজ গাছপালাগুলোর উপর সাদা আস্তরণ পরে বিবর্ণ হয়ে পড়েছে। তাতে মনে হচ্ছে প্রকৃতি যেনো ধীরে ধীরে শীতের রুক্ষতায় চাপা পড়ছে।

এ বিষয়ে কেদারনাথ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, হঠাৎ তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটে। কেদারনাথ মন্দির অভিমুখী লোকজনকে পিচ্ছিল সড়কে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়।

তবে আসছে সপ্তাহগুলোতে আবহাওয়া পরিবর্তনের আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।  

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে ভারতের উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ২৪ জন।  

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।