ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, ৪২ জনের মৃত্যু বাস দুর্ঘটনা, ছবি: সংগৃহীত

ঢাকা: কেনিয়ার কেরিকো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বুধবার (১০ অক্টোবর) ভোরে প্রদেশের লন্দিয়ানি-মোহোরোনি সড়কে এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়।

জানা গেছে, দেশটির ওয়েস্টার্ন ক্রস এক্সপ্রেস পরিবহনের একটি বাসে করে ভ্রমণে যাচ্ছিলেন যাত্রীরা।

বাসটি লন্দিয়ানি-মোহোরোনি সড়কের নাইরোবি হয়ে কিশুমুর দিকে স্বাভাবিকভাবেই যাচ্ছিলো। এসময় একটি পাহাড়ের উপত্যকায় প্রবেশ করতে গিয়ে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী এ বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ওই উপত্যকার ট্রাফিক কর্মকর্তা জিরো অ্যারোম বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে মোহোরোনি হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।