ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানবন্দরের প্রাচীর ভেঙে উড়াল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
বিমানবন্দরের প্রাচীর ভেঙে উড়াল ক্ষতিগ্রস্ত প্লেন (সংগৃহীত ছবি)

অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুবাইগামী এয়ার ইন্ডিয়ার একটি প্লেন। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটের দিকে ভারতের তামিল নাড়ুর ত্রিচি বিমানবন্দর থেকে বোয়িং ৩৭৩ প্লেনটি উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাচ্ছিল। উড্ডয়নের আগেই প্লেনটি বিমানবন্দরের সীমানাপ্রাচীরে ধাক্কা দেয়।

বিমানের ধাক্কায় দেয়ালের কিছু অংশ ভেঙে যায়।

দুবাইগামী বিমানটিতে ছয় ক্রুসহ ১৩৬ জন যাত্রী ছিলেন। যাত্রীদের নিয়ে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করে প্লেনটি। মুম্বাইয়ে অবতরণের পর প্লেনটির ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের অন্য একটি ফ্লাইটে দুবাই পাঠানো হয়।

পরীক্ষা করে জানা গেছে, ধাক্কায় প্লেনটির নিচের অংশ একটি ক্ষতিগ্রস্ত হয়েছে৷

এ ঘটনায় প্লেনটির পাইলট ও কো পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।  

উল্লেখ্য, এর আগে বড় ধরনের বিমান দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে এয়ার ইন্ডিয়ার প্লেন। চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর এয়ার ইন্ডিয়ার একটি প্লেন মালদ্বীপের মালে বিমানবন্দরে ভুল রানওয়েতে অবতরণ করে। যে রানওয়েতে প্লেনটি অবতরণ করে সেটি তখন মেররাত হচ্ছিল। অবতরণ করার পরই বিমানের দু’টি টায়ার ফেটে যায়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
এপি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।