ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাস খাদে পড়ে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
পশ্চিমবঙ্গে বাস খাদে পড়ে নিহত ৬ খাদে পড়া বাস, ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিমবঙ্গে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজ্যের হুগলি জেলার হরিপাল এলাকার একটি ব্রিজ ভেঙে বাসটি ডাকাতিয়া খালে পড়ে যায় বলে ভারতীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে।

কলকাতা-বাউন্ড নামের ওই বাসটি গজারমুড়ের কাছে ডাকাতিয়া খালে পড়ে যায় বলে জানিয়েছেন এলাকার দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা সুকেশ জয়েন।

তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল ইতোমধ্যেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে তারা আহতদের উদ্ধার করে হরিপাল হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।