ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাশোগি হত্যায় সৌদির ব্যাখ্যায় অসন্তুষ্ট জি-সেভেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
খাশোগি হত্যায় সৌদির ব্যাখ্যায় অসন্তুষ্ট জি-সেভেন জি-সেভেন

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি সরকারের তীব্র সমালোচনা করেছেন শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ হত্যাকাণ্ডে সৌদির ব্যাখ্যা নিয়ে তারা অসন্তুষ্ট হয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) জি-সেভেনের (কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র) পররাষ্ট্রমন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার ঘটনায় রিয়াদ এ পর্যন্ত যে ব্যাখ্যা দিয়েছে, তা মোটেই সন্তোষজনক নয়। ওই ব্যাখ্যায় অনেক প্রশ্নের জবাব এখনও মেলেনি।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, খাশোগির হত্যার বিষয়টি স্বীকার করা হচ্ছে সৌদির স্বচ্ছতা ও জবাদিহিতার প্রথম পদক্ষেপ। তবে এখনও মেলেনি অনেক প্রশ্নের জবাব। হত্যাকাণ্ডের বিষয়ে তুরস্ক যে তদন্ত চালাচ্ছে, তাতে সৌদিকে পূর্ণ সহযোগিতা দিতে হবে। এছাড়া বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তথ্য দিতে হবে রিয়াদকে।

২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। পরে সৌদি দাবি করে, কনস্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে মারামারিতে প্রাণ হারিয়েছেন খাশোগি।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।