ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত থাকতে পারেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত থাকতে পারেন: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ছবি: সংগৃহীত

ঢাকা: এবার সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত থাকতে পারেন বলে মন্তব্য করেছেন অবশেষে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এখন দেখছি, রিয়াদে বসে সবকিছু পরিচালনা করছেন যুবরাজ।

খাশোগি ইস্যুতে সৌদি যুবরাজ যেহেতু নেপথ্যে বসে সব করছেন, তাই এ হত্যাকাণ্ডে যদি কারও হাত থেকে থাকে, তাহলে তিনিই (সালমানই) হবেন সেই ব্যক্তি।

ট্রাম্পের এ সাক্ষাৎকার এমন সময় প্রকাশিত হলো- যখন তুরস্কের সরকারপন্থি পত্রিকা বলছে, খাশোগি হত্যার আলোচিত ভিডিও ও অডিও বাজিয়ে শোনা গেছে দেশটিতে সফররত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক গিনা হাসপেল।

ধারণা করা হচ্ছে, সিআইএ প্রধানের মূল্যায়ন শোনার পরই ট্রাম্প সৌদি যুবরাজ সম্পর্কে ভিন্ন সুরে কথা বলতে শুরু করেছেন।

এদিকে, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে মন্তব্য করে ‘ন্যায়বিচারের আশ্বাস’ দিয়েছেন। রিয়াদে বিনিয়োগকারীদের এক শীর্ষ সম্মেলনে বক্তৃতাকালে এই আশ্বাস দেন তিনি।

গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র আনার প্রয়োজনে গেলে নিখোঁজ হয়ে যান সাংবাদিক জামাল খাশোগি। এ ঘটনার পর থেকে তুরস্ক দাবি করে আসছিল- সৌদি কনস্যুলেটের ভেতরেই জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।

প্রথম দিকে অস্বীকার করে নানা রকম কথা বললেও ঘটনার ১৭ দিন পর কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগি নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে সৌদি। দেশটির ক্রাউন প্রিন্স সালমানের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসিত খাশোগি ছিলেন বাদশাহ-যুবরাজসহ সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।