ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যৌন নিপীড়নের দায়ে গুগলের ৪৮ কর্মী বহিষ্কার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
যৌন নিপীড়নের দায়ে গুগলের ৪৮ কর্মী বহিষ্কার  তথ্য প্রযুক্তি জায়ান্ট গুগল

২০১৬ সাল থেকে এখন পর্যন্ত যৌন নিপীড়নের দায়ে ১৩ জন উধ্বর্তন কর্মকর্তাসহ ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে তথ্য প্রযুক্তি জায়ান্ট গুগল। 

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের এক মেইল বিবৃতিতে এ তথ্য জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সংবাদের প্রেক্ষিতে এ মেইল বিবৃতি দেন পিচাই।

 

নিইউয়র্ক টাইমসের খবরে বলা হয়, গুগল তার এক উধ্বর্তন কর্মকর্তাকে রক্ষা করেছে। প্রতিবেদনে অভিযোগ তোলা হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রবর্তক অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে অসদাচরণের অনেক অভিযোগ উঠলেও গুগল কর্তৃপক্ষ তাকে ‘এক্সিট প্যাকেজ’ হিসেবে ৯ কোটি মার্কিন ডলার দেয়। এছাড়াও বলা হয়, অনেক অভিযোগ উঠলেও গুগল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।  

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের প্রেক্ষিতে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক পরিবর্তন এনেছি। ঊধ্বর্তন জায়গায় থাকলেও কারও বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।  

সুন্দর পিচাইয়ের ইমেইল বিবৃতিতে আরও বলা হয়, বহিষ্কার হওয়া ৪৮ কর্মীর কেউ ‘এক্সিট প্যাকেজ’ সুবিধা পাননি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।