ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের আরও দুই সমালোচককে পাঠানো বিস্ফোরক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ট্রাম্পের আরও দুই সমালোচককে পাঠানো বিস্ফোরক উদ্ধার দু’টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত সিনেটর কোরি বুকার ও জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান জেমস ক্লাপার জুনিয়রের ঠিকানায় পাঠানো দু’টি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

স্থানীয় সময় শুক্রবার (২৬ অক্টোবর) সকালে ম্যানহাটনের ইউনাইটেড স্টেটস পোস্টাল সার্ভিস থেকে ক্লাপারকে পাঠানো প্যাকেজটি উদ্ধার করা হয়। আর বুকারকে পাঠানো প্যাকেজটি উদ্ধার করা হয় ফ্লোরিডা থেকে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ক্লাপারকে পাঠানো প্যাকেজের ঠিকানায় রয়েছে নিউইয়র্কের সিএনএন অফিস।  

এর আগে বুধবার সাবেক সিআইএ’র পরিচালক জন ব্রেনানকেও পাঠানো একইরকম বোমা উদ্ধার করা হয়।  

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলছে, এখন পর্যন্ত এরকম ১২টি প্যাকেজ উদ্ধারের ঘটনা ঘটলো। সবগুলোই ট্রাম্পের সমালোচকদের পাঠানো হয়েছে। যার মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জোসেফ বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক অ্যার্টনি জেনারেল এরিক হোল্ডার, অভিনেতা রবার্ট ডি নিরো ও জর্জ সরোস।  

সোমবার বিকেলে প্রথমে জর্জ সরোসের বাসার পাশে পার্সেলে পাঠানো বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০১ ঘন্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।