ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতীয় চ্যানেল বন্ধ করে দিলো পাকিস্তান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ভারতীয় চ্যানেল বন্ধ করে দিলো পাকিস্তান  ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল

ভারতের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে নিম্ন আদালতের একটি রায় বাতিল করে নিষেধাজ্ঞার রায় পুনর্বহাল করলো দেশটির সুপ্রিম কোর্ট।

শনিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের দিকে ভারতের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে এমন রায় দিয়েছেন দেশটির আদালত।  

দেশটির প্রধান বিচারপতি সাকিব নিসার বলেন, পাকিস্তানের দিকে ভারতের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়ার পর এই রায় নিয়ে কথা থাকতে পারে না।

 

পাকিস্তানের অভিযোগ, বাঁধগুলো তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত।  

পাকিস্তানে ভারতীয় চ্যানেল ও চলচ্চিত্রের বেশ জনপ্রিয়তা রয়েছে। তবে দেশ দু’টির সম্পর্কের টানাপোড়েনের কারণে এর আগেও টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তান।  

পাকিস্তানের কৃষি ও সেচের ৮০ ভাগ সিন্ধু ও তার পাশ্ববর্তী নদীর ওপর নির্ভরশীল। আর এ নদীগুলোর উৎসমুখ হলো হিমালয়।  

১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। পরে ২০০৮ সালে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এএইচ     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।