ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ২৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ২৫ দেশ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

চলমান সঙ্কট মোকাবিলায় ভেনেজুয়েলাকে ২৫টি দেশ মিলে ১০০ মিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভেনেজুয়েলার চলমান সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্রের সম্মেলন শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এক টুইটার বার্তায় বোল্টন জানান, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) উদ্যোগে আয়োজিত সম্মেলনে ভেনেজুয়েলাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তা দিতে প্রতিশ্রুতি দিয়েছে ২৫টি দেশ।

এ ব্যাপারে ওএএস’র কার্যকারী দলের সমন্বয়কারী ডেভিড স্মেলোনাস্কি বলেন, প্রাপ্ত অর্থ কলম্বিয়া, ব্রাজিল ও ক্যারাবিয়ান দ্বীপের কুরাজো সীমান্তে অবস্থিত ত্রাণকেন্দ্রগুলোতে সরাসরি পৌঁছে দেওয়া হবে।

সম্মেলনের শুরুতে গুইদোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি কার্লোস ভেকিও বলেন, ২৩ ফেব্রুয়ারি, হুয়ান গুইদো নিজেকে ‘অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট’ ঘোষণা দেওয়ার এক মাসের মধ্যই সহায়তাগুলো পাওয়া যাচ্ছে।  

ভেনেজুয়েলায় বর্তমানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধীদলের হুয়ান গুইদোর মধ্যে আন্দোলন চলছে। একদিকে বিশ্বের কাছে ত্রাণ সহায়তা চাচ্ছেন গুইদো, অন্যদিকে দেশটিতে কোনো ধরনের ত্রাণ সহায়তা প্রবেশ করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাদুরো।  

এতে দেশটি রয়েছে অর্থনৈতিক সঙ্কটের মুখে।

ওএএস’র সেক্রেটারি জেনারেল লুইস আলমাগ্রোর অনুরোধেই বৃহস্পতিবার সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।  

তবে ভেনেজুয়েলা ইস্যুতে ওএএস’র মধ্যেও বিভক্তি রয়েছে। সেখানকার ৩৪ সদস্যের মধ্যে গুইদোকে সমর্থনে রয়েছে ১৬ জন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।