ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে বোমা হামলায় নিহত ১, আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
নেপালে বোমা হামলায় নিহত ১, আটক ৬ নেপালে বোমা বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

ঢাকা: নেপালের রাজধানী কাঠমান্ডুতে একটি টেলিকম কোম্পানির অফিসের বাইরে বোমা হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে নেপাল পুলিশ।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) দেশটির ললিতপুর জেলায় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেলের অফিসের বাইরে এ হামলা হয়।

নেপাল পুলিশের কর্মকর্তা উত্তম রাজ সুবেদি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বোমা বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

বাকি দুইজন চিকিৎসাধীন। এছাড়া বিস্ফোরণের ঘটনায় আশপাশের কিছু ভবনের জানালার গ্লাস ভেঙে যায়।

হামলাটির দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এরইমধ্যে ছয়জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

সুবেদি বলেন, দেশজুড়ে নিকেলের টাওয়ারগুলোতে আগুন লাগানোর খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশের তদন্ত চলছে।

নেপালের সবচেয়ে বড় বেসরকারি টেলিকম কোম্পানি নিকেল মালয়েশিয়ার এক্সিয়াটা গ্রুপ বেরহাদের অংশ। ২০০৬ সালে শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। এর পর থেকে দেশটিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসএ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।