বৃহস্পতিবার (১৮ এপ্রিল) অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশের ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা সেই ১৪ জনকে নামিয়ে নির্জনে নিয়ে গিয়ে হত্যা করে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর দাশতি বলেন, এ হামলার পেছনে কে বা কারা রয়েছে তা জানা যায়নি।
জাহাঙ্গীর বলেন, বাসটিতে যাত্রা করে প্রায় তিন ডজন মানুষ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দর গোয়াদারের দিকে যাচ্ছিল। হঠাৎ বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র দেখে তাদের মধ্যে ১৪ জনকে হত্যা করে। তবে হামলাকারীদের উদ্দেশ্য এখনো জানা যায়নি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা প্রায়ই পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও পার্শ্ববর্তী পাঞ্জাবের লোকদের টার্গেট করে হামলা চালায়। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে সেখানে নিয়োজিত সামরিক বাহিনীর কর্মকর্তাদের বেশিরভাগই পাঞ্জাবের।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এসএ/এইচএ/