ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় জিহাদি হামলায় ২২ নিরাপত্তাকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
সিরিয়ায় জিহাদি হামলায় ২২ নিরাপত্তাকর্মী নিহত

ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরের উত্তরাঞ্চলে দু’টি জিহাদিগোষ্ঠীর হামলায় দেশটির ২২ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ নিরাপত্তাকর্মী।

শনিবার (২৭ এপ্রিল) সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সিরিয়ায় আলকায়েদার পূর্বকালীন শাখাগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী গোষ্ঠী হুরাস আল-দ্বীন- এ দু’টি জিহাদি গোষ্ঠী মিলেই এ হামলা চালিয়েছে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেন, জিহাদিগোষ্ঠী হামলা চালালে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়।

সংস্থাটি আরও জানায়, জিহাদিদের হামলার জবাবে নিরাপত্তাকর্মী ও রাশিয়ান এয়ারক্রাফট তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এতে আট জিহাদি ও পাঁচ বেসামরিক নাগরিক নিহত হন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।