ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে নিহত ১০ বন্যার পানিতে তলিয়ে গেছে সুমাত্রা দ্বীপের ঘরবাড়ি

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরো আট জন। এছাড়া নিরাপদ আবাসস্থলে সরিয়ে নেওয়া হয়েছে ১২ হাজার মানুষকে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, একদিনের ভারী বর্ষণে দ্বীপের বাংকুলু প্রদেশের কয়েকশ’ ভবন, সেতু এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অনেক এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করলেও সেখানে আপাতত না ফিরে যেতে লোকজনকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরো জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। বন্যায় আরো বেশি কিছু মানুষ আহত হয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে ভূমিধস ও বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।

এদিকে হেলিকপ্টার থেকে নেওয়া ছবিতে দেখা যায়, নদীগুলো বৃষ্টির পানিতে উপচে পড়েছে। চারদিক শুধু পানিতে থৈ থৈ করছে।

বন্যা, ভূমিধস ইন্দোনেশিয়ার জন্য স্বাভাবিক ঘটনা, বিশেষ করে অক্টোবর এবং এপ্রিল মৌসুমে। গত কয়েকদিন আগেও জাকার্তায় বন্যায় দুইজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।