শনিবার (২৭ এপ্রিল) বিকেলে শহরের মার্সার স্ট্রিট ও ফেয়ারভিউ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে ঝড়ো বাতাসে হঠাৎ ক্রেনটি ভেঙে ব্যস্ততম সড়কে ছয়টি গাড়ির ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, ক্রেন ভেঙে পড়ার পর ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
সিয়াটল ফায়ার সার্ভিসের প্রধান হ্যারল্ড স্কোগিনস সংবাদ সম্মেলন করে জানান, যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে দু’জন ক্রেন অপারেটর এবং দু’জন নিচে গাড়িতে থাকা ব্যক্তি।
মার্সার স্ট্রিটে একটি বায়োটেকনোলজি কোম্পানিতে কর্মরত ইস্টের নেলসন সংবাদমাধ্যমকে বলেন, ঝড়ো বাতাসে এতো বিকট শব্দ হলো যেন ভূমিকম্প আঘাত হেনেছে, পরে দেখি ক্রেন ভেঙে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এএটি/এইচএ/