ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফণীর প্রভাবে উত্তাল সাগর, তীরে ভেসে এলো কচ্ছপের দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মে ৩, ২০১৯
ফণীর প্রভাবে উত্তাল সাগর, তীরে ভেসে এলো কচ্ছপের দল তীরে ভেসে এসেছে কচ্ছপের দল

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে উত্তাল রয়েছে সমুদ্র। সাগরের তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। আর তাতে তীরে ভেসে এসেছে কচ্ছপের দল।

শুক্রবার (০৩ মে) স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ উড়িষ্যার পুরিতে ঘণ্টায় প্রায় দুইশ’ কিলোমিটার বাতাসের গতিবেগে আঘাত হানে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এর ব্যাপকতা বিস্তৃত পার্শ্ববর্তী অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু পর্যন্ত।

হুমকির মুখে রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকাও।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলামে তীরে ভেসে এসেছে অনেক কচ্ছপ। আর বড় বড় ঢেউয়ের কারণে তীর পর্যন্ত পানি আসায় কচ্ছগুলোকে সেখানেই বিচরণ করতে দেখা যাচ্ছে।

অন্যদিকে ফণী’র তাণ্ডবে পুরীতে শেষ খবর পর্যন্ত ৬ জনের প্রাণহানির খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম। রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র বাতাস ও ভারী বর্ষণের খবর মিলেছে। কোথাও কোথাও গাছপালার সঙ্গে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যাওয়ার তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ০৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।