ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৯০ কিমি গতিতে পশ্চিমবঙ্গে আঘাত হানলো ‘ফণী’ 

ভাস্কর সরদার, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৯
৯০ কিমি গতিতে পশ্চিমবঙ্গে আঘাত হানলো ‘ফণী’  ফণীর প্রভাবে কলকাতায় বইছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া/ছবি: বাংলানিউজ

কলকাতা থেকে: ৯০ কিলোমিটার গতিতে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। উড়িষ্যায় তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গের খড়গপুর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সাম্প্রতিককালের ভয়াবহ এ ঝড়। 

শনিবার (৪ মে) ভোর ৩টার কিছু সময় পরে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের সংযোগস্থল খড়গপুর দিয়ে প্রবেশ করে ঘূর্ণিঝড়টি। তবে উড়িষ্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়ে অপেক্ষাকৃত দুর্বল হয়ে বাংলায় এসেছে ফণী।

দেশটির বার্তা সংস্থা এএনআই জানায়, উত্তর ও উত্তর-পূর্ব দিক বরাবর ফণীর কারণে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রতি ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বাতাস বইছে। ফণী তার গতিপথে বড় ধরনের পরিবর্তন না আনলে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং কলকাতার কিছু অংশে আঘাত হানবে।  

এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকালে খুলনা ও তৎসংলগ্ন এলাকা অর্থাৎ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে ফণী।  

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।