ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিন তালাক বিল পাস করলো ভারতের রাজ্যসভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
তিন তালাক বিল পাস করলো ভারতের রাজ্যসভা

ঢাকা: গত সপ্তাহে তিন তালাক বিল পাস হয়েছিল লোকসভায়। এবার ভারতের রাজ্যসভায় পাস হলো ঐতিহাসিক বিলটি। 

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৯৯ জন সাংসদ। ৮৪ জন সাংসদ দিয়েছেন বিপক্ষে।

 

লৈঙ্গিকগত বিচারের তিন তালাক বিল পাস হওয়াকে জয় হিসেবে দেখছে নরেন্দ্র মোদীর নের্তৃত্বাধীন বিজেপি সরকার। তবে কংগ্রেস এটিকে ঐতিহাসিক ভুল হিসেবে দেখছেন।

তিন তালাক বিল নামে পরিচিত এ বিলটির মূল নাম ‘মুসলিম উইমেন (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ)। মূলত মুসলিম নারীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য বিলটি প্রণয়ণ করেছে ভারতের রাজ্যসভা।

এখন থেকে ভারতে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটালে তা আইনত দণ্ডনীয় অপরাধ বা ফৌজদারি অপরাধ হিসেবে নেওয়া হবে। মুসলিম সমাজে তিনবার তালাক দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটানোর প্রচলন আছে। তবে এখন থেকে ভারতে এ অপরাধ করলে স্বামীকে তিন বছর কারাদণ্ড দেওয়া হবে।  

ঐতিহাসিক এ বিল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘মধ্যযুগীয় অনুশীলন’ ইতিহাসের ডাস্টবিনে ছুঁড়ে দেওয়া হয়েছে এবং দেশ আজ আনন্দ-উৎসব করছে।  

রাজ্যসভায় বিল পাসের কয়েক মিনিটের মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেন, ‘ভারত আনন্দ করছে আজ। ’

নরেন্দ্র মোদী তিন তালাক বিল পাসের জন্য ধন্যবাদ জানিয়েছেন তার পার্টির সব সাংসদকে।  

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৯
ইউবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।