ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিয়াচেনে তুষারধসে ৪ সেনা সদস্যসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
সিয়াচেনে তুষারধসে ৪ সেনা সদস্যসহ নিহত ৬ সিয়াচেন হিমবাহে সেনারা।

সিয়াচেনে তুষারধসে ভারতীয় চার সেনা সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার বিকেলে সিয়াচেনের উত্তরের হিমবাহ অঞ্চলে সেনাবাহিনীর চৌকিতে তুষারধস হয়।

এতে বরফের নিচে চাপা পড়ে কমপক্ষে চার সেনা সদস্যসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে নিকটস্থ সামরিক হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে সিয়াচেন হিমবাহ। এটিই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষার, পাথরধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় সেনারা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন আছেন।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।