ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে মসজিদ নির্মাণে শিখ বৃদ্ধের জমি দান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
ভারতে মসজিদ নির্মাণে শিখ বৃদ্ধের জমি দান

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মসজিদ নির্মাণের জন্য এক খণ্ড জমি দান করেছেন শিখ ধর্মানুসারী এক বৃদ্ধ। 

রোববার (২৪ নভেম্বর) প্রদেশের মুজাফফরনগর জেলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ পুরকাজি শহরে এ ঘটনা ঘটে। ৭০ বছর বয়সী ওই শিখ বৃদ্ধের নাম সুখপাল সিং বেদি।

তিনি একজন সমাজকর্মী।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, চলতি মাসে শিখ ধর্মগুরু নানক দেবের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে মুসলিম সম্প্রদায়কে ৯ শ’ বর্গফুটের ওই জমি দান করেন সুখপাল।  

রোববার পুরকাজিতে এক অনুষ্ঠানে সুখপাল এ ঘোষণা দেন। পরে তিনি নগর পঞ্চায়েত চেয়ারম্যান জহির ফারুকির হাতে জমির লিখিত কাগজপত্র তুলে দেন।  

সুখপাল বলেন, মানুষের মধ্যে গুরু নানকের শান্তি ও ঐক্যের বাণী পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তিনি এ জমি দান করেছেন। নানক সব মানুষকে সমান মর্যাদা ও শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষা দেন।  

পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন শক্তিশালী করা সুখপালের এ উদ্যোগকে শিখ ও মুসলিম উভয় সম্প্রদায়ই স্বাগত জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।