ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, ৭ ছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, ৭ ছাত্র নিহত পাকিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারের একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় অন্তত সাতজন ছাত্র নিহত হয়েছে।

আহত হয়েছে বহু। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের সময় মাদ্রাসায় ৬০ জন ছাত্র ক্লাস করছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে পেশোয়ারের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাদ্রাসাটিতে ক্লাস শুরু হয়। কোরআনের ক্লাস হওয়ার সময় এক ব্যক্তি ওই ক্লাস ঘরে ঢোকেন। তার হাতে একটি ব্যাগ ছিল। বিস্ফোরণের কিছুক্ষণ আগে ব্যাগটি রেখে তিনি ক্লাস থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়।

বিস্ফোরণের তীব্রতায় ক্লাসের ছাদ উড়ে গেছে। মাদ্রাসাটির একাংশ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া অন্তত ৩৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।